যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আবারও বিজয়ী হয়েছেন। এরপর থেকেই বিশ্বনেতাদের অভিনন্দনের জোয়ারে ভেসেছেন তিনি। এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন।
একইসঙ্গে ট্রাম্পের সাহসিকতার প্রশংসা করেছেন পুতিন। রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে রাশিয়া প্রস্তুত।
আজ শুক্রবার (৮ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা-সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার মার্কিন নির্বাচনে জয়ী হওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। একইসঙ্গে, বন্দুকধারী তাকে হত্যা করার চেষ্টা করার সময় ট্রাম্প যে সাহস দেখিয়েছেন, তারও প্রশংসা করেছেন পুতিন।পুতিন বলেছেন, মস্কো যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত এই নেতার সাথে সংলাপের জন্য প্রস্তুত।
ট্রাম্পের জয়ের পর নিজের প্রথম প্রকাশ্য মন্তব্যে পুতিন আরও বলেছেন, গত জুলাই মাসে পেনসিলভানিয়ায় প্রচার সমাবেশে বক্তৃতা করার সময় হত্যা চেষ্টার শিকার হওয়ার সময় একজন সত্যিকারের মানুষের মতো আচরণ করেছিলেন ট্রাম্প।
সোচির রাশিয়ান ব্ল্যাক সি রিসোর্টে ভালদাই ডিসকাশন ক্লাবে প্রেসিডেন্ট পুতিন বলেন, “আমার মতে, তিনি খুব সঠিক উপায়ে, সাহসিকতার সাথে একজন সত্যিকারের মানুষের মতো আচরণ করেছিলেন। নির্বাচনে জয়ী হওয়ায় তাকে অভিনন্দন জানানোর এই সুযোগটি আমি গ্রহণ করছি।”
পুতিন আরও বলেন, নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প ইউক্রেন এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্থিতিশীল করার বিষয়ে যে মন্তব্য করেছিলেন সে বিষয়টি মনোযোগের দাবি রাখে। রুশ প্রেসিডেন্টের ভাষায়, “রাশিয়ার সাথে সম্পর্ক পুনরুদ্ধারের ইচ্ছা সম্পর্কে যা বলা হয়েছিল এবং ইউক্রেনীয় সংকটের অবসান ঘটাতে (যা বলা হয়েছিল), আমার মতে এটি অন্তত মনোযোগের দাবি রাখে।”
নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেনে শান্তি ফোরাবেন। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধ তিনি কীভাবে বন্ধ করবেন, সে বিষয়ে বিস্তারিত কিছুই বলেননি।
এ বিষয়ে ৭২ বছর বয়সী পুতিন একটি সতর্কবার্তা দিয়ে বলেছেন, ‘আমি জানি না, এখন কী হচ্ছে? এ বিষয়ে আমার কোনও ধারণা নেই।’
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকেরা পুতিনের কাছে জানতে চান, ট্রাম্প তাঁর সঙ্গে বৈঠক করতে চাইলে কী হবে? জবাবে তিনি বলেন, ট্রাম্প প্রশাসন তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি সাড়া দেবেন। প্রয়োজনে ট্রাম্পের সঙ্গে আলোচনায়ও বসতে রাজি আছেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh