নিউইয়র্কে গোলাপের ৯ বাড়ি, অনুসন্ধানের নির্দেশ

আদালত প্রতিবেদক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপ। ছবি: সংগৃহীত
দুর্নীতি করে আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৯টি বাড়ি কিনেছেন বলে অভিযোগ উঠেছে। বাড়িগুলো তিনি ৪০ লাখ ডলার ব্যয়ে কিনেছেন বলেও তথ্য ঘুরপাক খাচ্ছে সর্বত্র। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
জানা গেছে, গোলাপের দুর্নীতির বিষয়ে দুদকের অনুসন্ধানী প্রতিবেদন চার মাসের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এর আগে রবিবার (২৬ ফেব্রুয়ারি) ব্যারিস্টার সায়েদুল হক সুমন আওয়ামী লীগের সংসদ সদস্য মো. আবদুস সোবহান গোলাপের যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৪০ লাখ ডলার ব্যয়ে ৯টি বাড়ি কেনার বিষয়ে অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন।
প্রধান নির্বাচন কমিশনার, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, এনবিআর চেয়ারম্যান ও স্বরাষ্ট্র সচিবকে রিটে বিবাদী করা হয়।
তথ্য অনুসন্ধানী সাংবাদিকদের বৈশ্বিক নেটওয়ার্ক ওসিসিআরপিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আবদুস সোবহান মিয়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৪০ লাখ ডলার ব্যয়ে একাধিক বাড়ি কিনেছেন, যা নির্বাচনী হলফনামায় তিনি উল্লেখ করেননি।