Logo
×

Follow Us

আইন-আদালত

জুয়া বন্ধ থাকবে, তবে ক্লাবে অভিযান নয়: আপিল বিভাগ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২০, ১১:৫০

জুয়া বন্ধ থাকবে, তবে ক্লাবে অভিযান নয়: আপিল বিভাগ

১৩ ক্লাবসহ সারাদেশে জুয়া খেলা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। 

তবে আপিল নিষ্পত্তি না হাওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্লাবগুলোতে অভিযান চালাতে পারবে না। এছাড়া টাকা ছাড়া তাস খেলায় বাধা দেয়া যাবে না বলে আদেশ দেন আদালত।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) ক্লাবগুলোর এক আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। 

আদালতে ক্লাবগুলোর পক্ষে শুনানি করেন ব‌্যারিস্টার এম আমির উল ইসলাম, ব‌্যারিস্টার তানিয়া আমির ও ব‌্যারিস্টার সুমাইয়া আজিজ।

জুয়া খেলার পক্ষের মামলায় আইনজীবী হওয়ায় ব্যারিস্টার আমীর-উল ইসলামকে সর্বোচ্চ আদালত বলেন, আপনি এ দেশের সংবিধান প্রণয়নের সঙ্গে জড়িত ছিলেন। অথচ আজকে আপনিই সংবিধানের বিপক্ষে দাঁড়িয়েছেন। এটা দুঃখজনক।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি টাকার বিনিময়ে জুয়া খেলা অবৈধ ঘোষণা করে আদেশ দেন বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ। এরপর হাইকোর্টে এ রায়ের বিরুদ্ধে আপিল করে ক্লাবগুলো।

মূলত উত্তরা ক্লাব, ঢাকা ক্লাবের আবেদনের পরিপ্রেক্ষিতে এ স্থগিত আদেশ দিয়েছেন আপিল বিভাগ। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫