‘সুলতানার সুরতহাল রিপোর্টে আঘাতের চিহ্ন নেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৩, ২০:০৬

নওগাঁয় র্যাব হেফাজতে মারা যাওয়া সুলতানা জেসমিন। ছবি: সংগৃহীত
নওগাঁয় র্যাব হেফাজতে মারা যাওয়া সুলতানা জেসমিনের (৪৫) সুরতহাল রিপোর্টে কোনও আঘাতের চিহ্ন নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
আজ মঙ্গলবার (২৮ মার্চ) এই ঘটনা তদন্তের নির্দেশনা চেয়ে করা রিটের প্রথম দিনের শুনানি শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেছেন তিনি।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনোজ কুমার ভৌমিক।
অন্যদিকে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনকে সহযোগিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস ও সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ।
জনস্বার্থে দায়ের করা রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, র্যাবের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
জানা যায়, সুলতানা জেসমিন নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে অফিস সহকারী পদে চাকরি করতেন।
র্যাবের দাবি, প্রতারণার অভিযোগের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য গত ১৯ মার্চ তাকে আটক করা হয়। এসময় অসুস্থ হয়ে তিনি মারা গেছেন।
তবে নিহতের স্বজনদের অভিযোগ, র্যাবের হেফাজতে নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে গত ২৭ মার্চ তা আদালতের নজরে আনা হয়। এরই ধারাবাহিকতায় হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করা হয়।