Logo
×

Follow Us

আইন-আদালত

সংসদীয় আসনের সীমানা নিয়ে শুনানি শুরু আজ

Icon

প্রকাশ: ০৩ মে ২০২৩, ১০:০৭

সংসদীয় আসনের সীমানা নিয়ে শুনানি শুরু আজ

নির্বাচন ভবন। ফাইল ছবি

জাতীয় সংসদের সীমানা পুনর্নির্ধারণে আপত্তিগুলোর শুনানি শুরু হচ্ছে আজ বুধবার (৩ মে)। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত শুনানি গ্রহণের জন্য সময় নির্ধারণ করা হয়েছে। চার কার্যদিবসের এই শুনানি শেষ হবে আগামী ১৪ মে। প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনাররা আবেদনগুলো শুনে নিষ্পত্তি করবেন।

দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে গত ২৬ ফেব্রয়ারি ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করেছিল ইসি। তবে খসড়ায় আসনগুলোর বর্তমান সীমানাই বহাল রাখা হয়। নতুন প্রশাসনিক এলাকা (উপজেলা ও ওয়ার্ড) সৃষ্টির কারণে ছয়টি সংসদীয় আসনে পরিবর্তন এসেছে। তবে তাতে কোনও আসনের বর্তমান সীমানার পরিবর্তন হয়নি। শুধু নতুন প্রশাসনিক এলাকার নাম যুক্ত হয়েছে। ইসির প্রকাশিত খসড়া নিয়ে দাবি আপত্তির বিষয়ে ১৯ মার্চ পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়েছে।

ইসি সূত্র জানায়, দেশের ৩৮টি সংসদীয় আসন থেকে মোট ১৮৬টি আবেদন পাওয়া যায়। এর মধ্যে সীমানা বহালের পক্ষে ৬০টি ও সীমানা পরিবর্তন চেয়ে আবেদন পড়ে ১২৬টি।

প্রতি পাঁচ বছর পর সংসদ নির্বাচনের আগে জনসংখ্যা ও প্রশাসনিক অখণ্ডতাসহ আরও কিছু বিষয়কে প্রাধান্য দিয়ে সীমানা পুনর্নির্ধারণ করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সংসদের বিরোধী দল জাতীয় পার্টি বিদ্যমান সীমানা পরিবর্তনের আগ্রহী নয়। তবে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির বিদ্যমান সীমানা নিয়ে বড় ধরনের আপত্তি রয়েছে। কিন্তু দলটি বর্তমান কমিশনের অধীনে কোনও ধরনের কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়নি। ফলে তারা সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়ায়ও নেই। ফলে আজকের শুনানি শুধুই আনুষ্ঠানিকতা রক্ষা বলে জানিয়েছেন ইসি সংশ্লিষ্টরা। 

নির্বাচন কমিশনের ১০টি অঞ্চলের মধ্যে বুধবার কুমিল্লা অঞ্চলের আবেদনগুলোর শুনানি হবে। রাজশাহী অঞ্চলের আসনগুলো নিয়ে আবেদনের শুনানি হবে ৭ মে। ঢাকা, ময়মনসিংহ ও ফরিদপুর অঞ্চলের আবেদনের শুনানি হবে ১১ মে এবং বরিশাল, খুলনা ও চট্টগ্রাম অঞ্চলের আবেদনগুলো নিয়ে শুনানি হবে ১৪ মে। রংপুর ও সিলেট অঞ্চলের আসন নিয়ে কোনও দাবি-আপত্তির আবেদন পড়েনি। সীমানার পক্ষে-বিপক্ষে আবেদনের মধ্যে কুমিল্লা অঞ্চলে সর্বোচ্চ ৮৪টি, রাজশাহীতে ৪৩টি আবেদন রয়েছে। এছাড়া বরিশালে ২৯টি, ঢাকায় ১৮টি, খুলনা ও ফরিদপুর অঞ্চলে পাঁচটি করে এবং ময়মনসিংহ ও চট্টগ্রাম অঞ্চলে একটি করে আবেদন রয়েছে। দাবি-আপত্তির আবেদন নিয়ে শুনানি শেষে আগামী জুনের মধ্যে ৩০০ সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব জাহাঙ্গীর আলম।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫