Logo
×

Follow Us

আইন-আদালত

আরও ৩ দিনের রিমান্ডে বিএনপি নেতা চাঁদ

Icon

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ৩০ মে ২০২৩, ১৩:৪২

আরও ৩ দিনের রিমান্ডে বিএনপি নেতা চাঁদ

আবু সাঈদ চাঁদ। ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদকে আরও ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

৫ দিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার (৩০ মে) সকালে তাকে আদালতে তোলা হলে রাজশাহী জেলা ও দায়রা জজ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহবুব আলম এই নির্দেশ দেন।

রাজশাহী জেলা পুলিশের কোর্ট পরিদর্শক পরিমল কুমার এই তথ্য নিশ্চিত করেছেন। পরিমল জানান, ৫ দিনের রিমান্ড শেষে মঙ্গলবার বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে আবারও আদালতের তোলা হয়। পুলিশের পক্ষ থেকে আরও ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। তবে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

কোর্ট পরিদর্শক বলেন, বর্তমানে মামলাটি জেলা গোয়েন্দা পুলিশের কাছে আছে। তারাই আবু সাইদ চাঁদকে জিজ্ঞাসাবাদ করবেন।

এর আগে গত ২৫ মে সকাল ১১টার দিকে নগরীর ভেড়িপাড়া মোড় থেকে বিএনপি নেতা চাঁদকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর বিকেলে তাকে আদালতে আনা হয়। এঘটনায় রাজশাহী জেলা ও মহানগরীতে চাঁদের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫