Logo
×

Follow Us

আইন-আদালত

শর্ত ভঙ্গ করলে খালেদার সাজা স্থগিতাদেশ বাতিল: অ্যাটর্নি জেনারেল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০২০, ১৬:১৪

শর্ত ভঙ্গ করলে খালেদার সাজা স্থগিতাদেশ বাতিল: অ্যাটর্নি জেনারেল

দুই বছরের বেশি সময় কারাভোগের পর অবশেষে শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি পেলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

তবে সরকার যে শর্তে খালেদা জিয়ার সাজা স্থগিত করেছে সেই শর্ত ভঙ্গ করলে তা বাতিল হয়ে যাবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। 

বুধবার (২৫ মার্চ) সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। 

সরকার চাইলে ফৌজদারি কার্যবিধির ৪০১ এর ধারা অনুযায়ী যে কারো সাজা  স্থগিত করতে পারে বলেও মতামত দেন অ্যাটর্নি জেনারেল। তার মতে, মুক্তির পর খালেদা জিয়া যদি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেন তবে তা শর্ত ভঙ্গের সামিল।

এর আগে মঙ্গলবার আইনমন্ত্রী আনিসুল হক সংবাদ সম্মেলন করে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে খালেদা জিয়ার বয়স বিবেচনায় নিয়ে ও মানবিক কারণে সদয় হয়ে দুটি শর্তে তার দণ্ডাদেশ ৬ মাসের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। ফৌজদারী কার্যবিধির ৪০১ ধারার উপধারা ০১ অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার মুক্তি পাওয়ার শর্ত দুটি হচ্ছে তিনি ঢাকাস্থ নিজ বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করবেন এবং উক্ত সময়ে তিনি দেশের বাইরে গমন করতে পারবেন না। তবে চিকিৎসার জন্য হাসপাতালে যেতে পারবেন। হাসপাতালে গিয়ে চিকিৎসা দিতে বাধা নেই।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫