আমির-সেক্রেটারিসহ জামায়াতের ৯৬ জনের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৩, ১২:১৪

২০১২ সালে মতিঝিল থানায় এ মামলা দায়ের করে পুলিশ। ছবি: সংগৃহীত
১১ বছর আগে নাশকতার অভিযোগে রাজধানীর মতিঝিল থানার এক মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলটির ৯৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার (২৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ আদেশ দেন।
এদিন আসামিদের পক্ষে তাদের আইনজীবী অব্যাহতির (ডিসচার্জ) আবেদন করেন। সেই আবেদন আদালত নামঞ্জুর করেন।
সিএমএম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হেমায়েত উদ্দিন খান হিরন এসব তথ্য নিশ্চিত করেছেন।
২০১২ সালে মতিঝিল থানায় এ মামলা দায়ের করে পুলিশ।