Logo
×

Follow Us

আইন-আদালত

শ্রীমঙ্গল প্রেসক্লাবের নির্বাচন স্থগিতের ঘোষণা হাইকোর্টের

Icon

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ২১:৫৭

শ্রীমঙ্গল প্রেসক্লাবের নির্বাচন স্থগিতের ঘোষণা হাইকোর্টের

শ্রীমঙ্গল প্রেসক্লাব। ছবি: সংগৃহীত

গঠনতন্ত্র লঙ্ঘন করে তফসিল ঘোষণা করায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। 

একইসঙ্গে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সুয়েব আহমদ চৌধুরী ও প্রেসক্লাবের নির্বাচন কমিশনারকে চার সপ্তাহের মধ্যে নির্বাচন সংক্রান্ত গঠনতন্ত্র লঙ্ঘনের কারণ ব্যাখ্যার নির্দেশ দেয়া হয়েছে। 

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিচারপতি মো. আকরাম হোসাইন চৌধুরী ও কেএম রাশেদুজ্জামান রাজা-এর দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।

জানা যায়, এ বছরের ১ জানুয়ারী শ্রীমঙ্গল প্রেসক্লাব থেকে তথ্য প্রাপ্ত হয়ে উপজেলা সমাজ সেবা অফিসার ও শ্রীমঙ্গল প্রেসক্লাব এর নির্বাচন কমিশনার ২৭ জন সাংবাদিকদের চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়ন করে নির্বাচনি তফসিল ঘোষণা করেন। 

এতে শ্রীমঙ্গল প্রেসক্লাব এর যুগ্ম সম্পাদক ও যুগান্তর শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালরাউদ্দিন প্রেসক্লাব এর কার্যকরী পরিষদের সিদ্ধান্তের ওপর সংক্ষুব্ধ হন। 

পরে তিনি প্রেসক্লাব এর গঠনতন্ত্রের বিভিন্ন ধারা লঙ্ঘন করে বহিস্কৃত এম ইদ্রীস আলীকে সদস্য পদে আনয়ন ও শ্রীমঙ্গল প্রেসক্লাব এর সভাপতি বিশজ্যোতি চৌধুরী বুলেট, সহ-সভাপতি দিপঙ্কর ভট্যাচার্য লিটন, সদস্য সুভাষ দাশ তপন, সুলতান মাহমুদ রাখিবসহ আরও সদস্যদের সদস্য পদ থেকে বাতিল ও স্থগিত করে একপেশে নির্বাচন করার বিরুদ্ধে উপজেলা সমাজসেবা বরাবর ঘোষিত নির্বাচনি তফসিল বাতিল চেয়ে আবেদন করেন। কিন্তু সমাজসেবা অফিসার ওই আবেদন না মঞ্জুর করেন। 

পরে তিনি সমাজসেবা অফিসারের ওই আদেশ এর বিরুদ্ধে  সমাজসেবা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, শ্রীমঙ্গল সমাজসেবা অফিসার ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসারকে বিবাদী করে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। 

মঙ্গলবার হাইকোর্ট বিভাগের ওই বেঞ্চে রিটকারীর পক্ষে সুপ্রিম কোর্ট এর সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দস কাজল, এডভোকেট মৃদুল দত্ত ও রাষ্ট্র পক্ষের ডেপুটি এ্যার্টনি জেনারেল শামীমা সুলতানা দীপ্তিসহ আরও ডেপুটি এ্যার্টনী জেনারেলের উপস্থিতিতে শুনানি হয়। শুনানি শেষে দুই বিচারপতির বেঞ্চ বিবাদীদের প্রতি রুল ইস্যু করেন ও সমাজসেবা অফিসারের ওই আদেশ স্থগিত করে নির্বাচনি তফসিল তিন মাসের জন্য স্থগিত ঘোষণা করেন।  

এদিকে মহামান্য হাইকোর্টের এ আদেশ পেয়ে আগামীকাল ১৫ জানুয়ারী অনুষ্ঠিতব্য এ নির্বাচন স্থগিত ঘোষণা করেছেন উপজেলা প্রশাসন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫