Logo
×

Follow Us

আইন-আদালত

১২ দিনের রিমান্ডে পলক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৬

১২ দিনের রিমান্ডে পলক

জোনায়েদ আহমেদ পলক। ছবি- সংগৃহীত

নারায়ণগঞ্জে তিনটি হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলককে ৪ দিন করে ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালত শুনানি শেষে এই ঘোষণা দেন।

আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যা ও বিস্ফোরকের তিন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তার চার দিন করে ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন হয়। ৬ আগস্ট বিকেল ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দিল্লি যাওয়ার সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে পলককে আটক করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫