Logo
×

Follow Us

আইন-আদালত

এম এম মুনীরকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল নিয়োগ

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪৬

এম এম মুনীরকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল নিয়োগ

সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম মুনীরকে বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির নির্দেশক্রম আইনমন্ত্রণালয়ের সলিসিটর রুনা নাহিদ আকতার এ বিষয়ে সার্কুলার জারি করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘রাষ্ট্রপতি দ্য বাংলাদেশ ল অফিসারস অর্ডার, ১৯৭২ এর অনুচ্ছেদ ৩(২) অনুসারে প্রদত্ত ক্ষমতাবলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের আইনজীবী এসএম মুনীরকে বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করা হলো।’

প্রসঙ্গত, এর আগে ২০১৯ সালের ৭ জুলাই আইন মন্ত্রণালয়ের সলিসিটর শাখা ১০৫ জনকে সহকারী অ্যাটর্নি জেনারেল এবং একই বছরের ২১ জুলাই ৭০ জনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫