Logo
×

Follow Us

আইন-আদালত

মাছের খাবারে শূকরের উপাদান বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০১৯, ১৮:৪৫

মাছের খাবারে শূকরের উপাদান বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ

ফাইল ছবি।

আমদানি করা মাছের খাবারে শূকরের উপাদান আছে কী না তা সায়েন্স ল্যাবরেটরির মাধ্যমে পরীক্ষা করে ১০ দিনের মধ্যে রিপোর্ট দাখিল করতে সরকারের প্রতি নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ রবিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। 

আদেশে বলা হয়, আমদানিকৃত মাছের খাদ্যে শূকরের উপাদানের কোনো অস্তিত্ব আছে কি-না তা আগামী ১০ দিনের মধ্যে পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন আদালত। সায়েন্স ল্যাবরেটরিতে পরীক্ষা করে এ বিষয়ে প্রতিবেদন আদালতে দাখিল করতে হবে। আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫