Logo
×

Follow Us

আইন-আদালত

তাহেরীর বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৩:২৩

তাহেরীর বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

মুফতি মোহাম্মদ গিয়াস উদ্দিন আত-তাহেরী। ছবি: সংগৃহীত

ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধে আঘাত হানার অভিযোগে দাওয়াতে ইমানি বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি মোহাম্মদ গিয়াস উদ্দিন আত-তাহেরীর বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন মামলাটি খারিজের আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের পেশকার মোহাম্মদ শামীম বলেন, মামলা নেওয়ার মতো পর্যাপ্ত উপাদান না থাকায় আবেদনটি খারিজ করে দিয়েছেন বিচারক।

মামলার আবেদনকারী ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী সদস্য মো. ইব্রাহিম খলিল বলেন, তাহেরীর বিরুদ্ধে মামলার আবেদন দুইদিন অপেক্ষমাণ রেখে আজ খারিজ করে দিয়েছে আদালত।

ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধের ওপর আঘাতের অভিযোগে রবিবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল আসসামছ জগলুল হোসেনের আদালতে এ মামলার আবেদন করেছিলেন আইনজীবী ইব্রাহিম খলিল।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫