হাইকোর্টে হলি আর্টিজান মামলার ডেথ রেফারেন্স

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৯, ১৯:৫৪

ফাইল ছবি।
রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা মামলার ডেথ রেফারেন্স শুনানির জন্য রায়সহ মূল নথি হাই কোর্টে পাঠানো হয়েছে।
ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল থেকে আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে মামলার এজাহার, চার্জশিট, সাক্ষীদের জবানবন্দি ও রায়সহ যাবতীয় নথি হাই কোর্টে পাঠানো হয়।
সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিসানে জঙ্গি হামলায় ১৭ বিদেশি নাগরিক, চার বাংলাদেশিসহ ২৩ জন নিহত হন।
এ ঘটনায় করা মামলার রায় গত ২৭ নভেম্বর ঘোষণা করেন, ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান। রায়ে আট আসামির মধ্যে সাতজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে খালাস দেওয়া হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, আসলাম হোসেন ওরফে র্যাশ, হাদিসুর রহমান, রাকিবুল হাসান রিগ্যান, আবদুস সবুর খান ওরফে সোহেল মাহফুজ, শরিফুল ইসলাম ওরফে খালেদ ও মামুনুর রশিদ রিপন। রায়ে আট আসামির মধ্যে মিজানুর রহমান ওরফে বড় মিজানকে (৬০) বেকসুর খালাস দেন বিচারক।