হাইকোর্টে জামিন পেলেন বদরুন্নেসার শিক্ষক রুমা সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২১, ১৫:৪২
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকার। ফাইল ছবি
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারের জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (২০ ডিসেম্বর) বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদশ দেন।
আইনজীবী মো. শাহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উসকানিমূলক, মিথ্যা ও গুজব ছড়ায়- এমন ভিডিও ছড়ানোর অভিযোগে অধ্যাপক রুমা সরকারের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে গত ২১ অক্টোবর রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে।
ওইদিনই র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আ ন ম ইমরান খান জানিয়েছিলেন, রাজধানীর পল্লবীতে শাহীন উদ্দিন হত্যাকাণ্ডের নৃশংস ভিডিও সামাজিক মাধ্যমে নোয়াখালীর যতন সাহা হত্যাকাণ্ড বলে অপপ্রচারের অভিযোগে রুমা সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য গত ২০ অক্টোবর র্যাব সদরদপ্তরে আনা হয়। পরদিন ২১ অক্টোবর রমনা থানায় র্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। পরে তাকে রমনা থানায় হস্তান্তর করা হয়।
মামলা দায়েরের পর একইদিন রুমা সরকারকে তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ উর রহমান রুমা সরকারের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
