Logo
×

Follow Us

আইন-আদালত

হাইকোর্টে মডেল পিয়াসার জামিন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২২, ১৮:১২

হাইকোর্টে মডেল পিয়াসার জামিন

মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা

আলোচিত মুনিয়া হত্যা মামলায় অন্যতম আসামি মডেল ফারিয়া মাহাবুব পিয়াসাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার (১৫ মার্চ) রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. আতোয়ার রহমানের বেঞ্চ তাকে জামিন দেন।

আদালতে পিয়াসার পক্ষে ছিলেন, শাহ মঞ্জুরুল হক ও নোমান হোসাইন তালুকদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।

এর আগে পিয়াসাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে গত বছর রুল জারি করেন আদালত।

আইনজীবী নোমান হোসাইন তালুকদার বলেন, মুনিয়া হত্যা মামলায় জামিনের এই আদেশের মাধ্যমে পিয়াসার মুক্তিতে আর কোনো বাধা রইলো না।

তিনি বলেন, তার বিরুদ্ধে আরেকটি মামলা রয়েছে, সেটিতেও তিনি জামিনে রয়েছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫