Logo
×

Follow Us

আইন-আদালত

টেলিটকের সাবেক কর্মকর্তার ১২ বছরের কারাদণ্ড

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২২, ১৯:০৮

টেলিটকের সাবেক কর্মকর্তার ১২ বছরের কারাদণ্ড

টেলিটক। ছবি: সংগৃহীত

দুদকের দায়ের করা অর্থ পাচার মামলায় টেলিটক বাংলাদেশ লিমিটেডের সাবেক ব্যবস্থাপক (চাকরিচ্যুত) শাহ মো. জোবায়েরকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ রবিবার (১৪ আগস্ট) ঢাকার ৮ নম্বর বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. বদরুল আলম ভুঞা এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ১১ কোটি ৫০ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। যা রাষ্ট্রের অনুকুলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেন আদালত। একইসাথে শাহ মো. জোবায়ের পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

জানা যায়, বেতন-ভাতা বাদে দুর্নীতির মাধ্যমে উপার্জিত ৫ কোটি ৭৪ লাখ ৭০ হাজার ৬৮৭ টাকা অন্যত্র স্থানান্তর করার অভিযোগে দুদকের উপ-পরিচালক নাসির উদ্দিন ২০১৭ সালের ৩ অক্টোবর গুলশান থানায় জোবায়েরের বিরুদ্ধে মামলা করেন। বিচার চলাকালে ১৮ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫