Logo
×

Follow Us

আইন-আদালত

হাইকোর্ট জানতে চান পদ্মা সেতুর ষড়যন্ত্রকারীদের খুঁজতে কমিশন হয়েছে কি না

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২২, ১৫:০২

হাইকোর্ট জানতে চান পদ্মা সেতুর ষড়যন্ত্রকারীদের খুঁজতে কমিশন হয়েছে কি না

পদ্মা সেতু। ফাইল ছবি

পদ্মা সেতুর নিয়ে ষড়যন্ত্রকারীদের খুঁজতে কমিশন গঠন হয়েছে কি না, ৩০ অক্টোবরের মধ্যে তা জানতে চেয়েছে হাইকোর্ট।

আজ রবিবার (১৬ অক্টোবর) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়।

গত ২৮ জুন পদ্মা সেতু নির্মাণে ষড়যন্ত্রের নেপথ্যের কুশীলবদের খুঁজতে ১ মাসের মধ্যে কমিশন গঠনের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই সাথে ২ মাসের মধ্যে কমিশনকে রিপোর্ট জমা দিতে বলা হয়। 

সে সময় দুদকের আইনজীবী বলেন, ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা গেলে, বিচারের আওতায় আনা সম্ভব হবে। 

কাদের প্ররোচনা ও মদদে পদ্মাসেতুতে বিশ্বব্যাংকসহ অন্যান্য দাতা সংস্থার অর্থায়ন বাতিল হয় এবং দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টির নেপথ্যে থাকা প্রকৃত ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে তদন্ত কমিশন গঠন করতে কেন নির্দেশ দেয়া হবে না এবং দোষীদের কেন বিচারের মুখোমুখি করা হবে না, তা জানতে চেয়ে ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি রুল জারি করে হাইকোর্ট।

মন্ত্রিপরিষদ, স্বরাষ্ট্র, আইন ও যোগাযোগ সচিব এবং দুদকের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫