Logo
×

Follow Us

আইন-আদালত

বুয়েট ছাত্র ফারদিন হত্যা: বান্ধবী বুশরা ৫ দিনের রিমান্ডে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২২, ১৪:৩৬

বুয়েট ছাত্র ফারদিন হত্যা: বান্ধবী বুশরা ৫ দিনের রিমান্ডে

নিহত ফারদিন নূর পরশ ও তার বান্ধবী আমাতুল্লাহ বুশরা। ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশ হত্যার ঘটনায় প্রধান আসামি তার বান্ধবী আমাতুল্লাহ বুশরার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ আদেশ দেন।

এদিন আটটি কারণ উল্লেখ করে বুশরার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন রামপুরা থানার পরিদর্শক (নিরস্ত্র) ও মামলার তদন্ত কর্মকর্তা গোলাম মউলা। এরপর আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে তদন্ত কর্মকর্তার উল্লেখিত কারণগুলো হলো— ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন; কী কারণে ভিকটিমকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে তথ্য সংগ্রহ; অজ্ঞাতনামা আসামিদের পরিচয় শনাক্ত; কোথায়, কীভাবে, কী ধরনের অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে; কয়জন অংশগ্রহণ করেছে, মাস্টারমাইন্ড কে; মৃতদেহ কোন স্থান থেকে নদীতে ফেলা হয়েছে; আসামিকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা এবং চাহিদা অনুযায়ী সব তথ্য সংগ্রহ।

উল্লেখ্য, শুনানির সময় আদালতে বুশরার পক্ষে কোনো আইনজীবী ছিল না।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫