Logo
×

Follow Us

বাংলাদেশ

সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির ২ মামলা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২১, ১৪:৩৭

সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির ২ মামলা

সাঈদ খোকন। ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির দুইটি মামলা করা হয়েছে। 

ডিএসসিসির বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে এ মামলা করা হয়।

আজ সোমবার (১১ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মামলা দুটি দায়ের করা হয়। এক মামলার বাদী কাজী আনিসুর রহমান। অপর মামলাটির বাদী অ্যাডভোকেট মো. সারওয়ার আলম।

আদালতের বেঞ্চ সহকারী রিপন মিয়া সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, আদালত বাদীর জবানবন্দি গ্রহণের পর মামলা দু’টি আদেশের জন্য রেখেছেন। মামলায় দণ্ডবিধির ৫০০ ধারায় অভিযোগ আনা হয়েছে। এখন মামলার বিষয়ে শুনানি হচ্ছে। 

এর আগে আজ সকালে রাজধানীর মানিকনগরে ওয়াটার স্লুইস গেট ও ওয়াটার পাম্প হাউস পরিদর্শনের সময় সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির মামলা করার কথা জানিয়েছিলেন তাপস।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫