Logo
×

Follow Us

আইন-আদালত

জামালপুরে পিতাকে হত্যার দায়ে পুত্রের মৃত্যুদণ্ড

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ মার্চ ২০২১, ১৮:১২

জামালপুরে পিতাকে হত্যার দায়ে পুত্রের মৃত্যুদণ্ড

জামালপুরে বৃদ্ধ পিতাকে হত্যার দায়ে পুত্রকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (১৪ মার্চ) দুপুরে জামালপুরের জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খান এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ছেলে সবুজ মিয়া (৪১)। সে জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দক্ষিণ কৈডোলা গ্রামের মৃত ইমান আলীর দ্বিতীয় ছেলে।

মামলা সূত্র জানায়, ইমান আলীর ছেলে সবুজ মিয়া ইউপি নির্বাচনের মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য বাবা ইমান আলীকে জমি লিখে দিতে বলে। ইমান আলী এতে রাজি না হওয়ায় ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি সবুজ মিয়া গ্রামের দাখিল মাদরাসার সামনে বাবাকে মারধর করে। হাসপাতালে নেয়ার পথে আহত ইমান আলী মারা যান।

এই ঘটনায় নিহতের বড় ছেলে বাদল মিয়া বাদী হয়ে জামালপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২২ জন সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ আদালত সবুজকে মৃত্যুদণ্ডাদেশ এবং ৫০ হাজার টাকা জরিমানার রায় ঘোষণা করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নির্মল কান্তি ভদ্র বলেন, আমরা এই রায়ে সন্তুষ্ট এবং আমরা এই রায় দ্রুত কার্যকরের দাবি জানাই।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫