Logo
×

Follow Us

বাংলাদেশ

নিম্ন আদালতে ১২,২৫৮ আসামির জামিন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২১, ১৩:৪৩

নিম্ন আদালতে ১২,২৫৮ আসামির জামিন

করোনাভাইরাস পরিস্থিতিতে ভার্চুয়াল শুনানি নিয়ে গত ছয় কার্যদিবসে সারা দেশে ১২ হাজার ২৫৮ জন আসামিকে জামিন দিয়েছেন নিম্ন আদালত।

সুপ্রিমকোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান আজ বুধবার (২১ এপ্রিল) এ তথ্য জানান।

তিনি বলেন, মহামারি করোনাভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর ছয় কার্যদিবসে সারাদেশে নিম্ন আদালত ও ট্রাইব্যুনালে ভার্চুয়াল শুনানির মাধ্যমে মোট ১২ হাজার ২৫৮ জন আসামি জামিনে কারাগার হতে মুক্ত হয়েছেন। এ সময়ে ২০ হাজার ৯৫৩টি আবেদন নিষ্পত্তি হয়েছে।

তিনি আরো বলেন, গতকাল মঙ্গলবার সারাদেশে নিম্ন আদালতে ভার্চুয়াল শুনানিতে ২ হাজার ৯৭৩টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং এক হাজার ৫৭৬ জন হাজতি জামিন পেয়ে কারাগার হতে মুক্ত হয়েছেন।

এছাড়া ভার্চুয়াল শুনানি নিয়ে গত ১২ এপ্রিল এক হাজার ৬০৪ জন, ১৩ এপ্রিল তিন হাজার ২৪০ জন, ১৫ এপ্রিল দুই হাজার ৩৬০ জন, ১৮ এপ্রিল ১ হাজার ৮৪২ জন আসামি, ১৯ এপ্রিল ১ হাজার ৬৩৫ জন আসামিকে জামিন দেন নিম্ন আদালত। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫