Logo
×

Follow Us

বাংলাদেশ

সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি বাতিল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২১, ২২:৩৯

সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি বাতিল

সুপ্রিম কোর্ট ভবন।

আগামী সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্টের পূর্ব নির্ধারিত অবকাশকালীন ছুটি বাতিল ঘোষণা করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

শনিবার (২৮ আগস্ট) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (২৮ আগস্ট) ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় উভয় বিভাগের বিচারপতিরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের ২০২১ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসের পূর্বনির্ধারিত অবকাশকালীন ছুটি ভোগ না করে বিচারকার্য পরিচালনা করবেন মর্মে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেন।

এমতাবস্থায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের ২০২১ খ্রিস্টাব্দের বর্ষপঞ্জির সেপ্টেম্বর মাসের পূর্বনির্ধারিত অবকাশকালীন ছুটি বাতিল করা হলো বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫