Logo
×

Follow Us

আইন-আদালত

নড়াইলে নারীসহ দুই মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২১, ১৬:০০

নড়াইলে নারীসহ দুই মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

প্রতীকী ছবি

নড়াইলে মাদক মামলায় নারীসহ দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর করে কারাদেশ দিয়েছেন আদালত। 

বুধবার (১৩ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন। দুই মাদক কারবারি পলাতক আছে।

এরা হলেন- নড়াইল সদরের চিলগাছা রঘুনাথপুর গ্রামের মৃত মোস্ত কাজীর স্ত্রী মুক্তা বেগম ও গোপালগঞ্জের কাশিয়ানী থানার রাজপাট সিলটা গ্রামের আইয়ুব মোল্যার ছেলে বারিক মোল্যা।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ৭ আগস্ট নড়াইলের রঘুনাথপুর গ্রামের মুক্তা বেগমের বসতবাড়ি থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে ডিবি পুলিশ।

এদিকে ২০১২ সালের ১৯ জানুয়ারি নড়াইলের লোহাগড়া উপজেলা শহরের আব্দুল হাই শেখের ভাড়াটিয়া বারিক মোল্যার বাসা থেকে ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। দুইজনকে গ্রেফতারের পর এই সাজা কার্যকর হবে বলে আদেশ দেন বিজ্ঞ বিচারক।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫