Logo
×

Follow Us

আইন-আদালত

হাইকোর্ট বিভাগের ৫০ বেঞ্চ পুনর্গঠন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২২, ২২:৫৭

হাইকোর্ট বিভাগের ৫০ বেঞ্চ পুনর্গঠন

ফাইল ছবি

সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষে এবং প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারপতিদের নিয়োগ প্রক্রিয়া শেষে হাইকোর্ট বিভাগের ৫০টি বেঞ্চ পুনর্গঠন করেছে কোর্ট প্রশাসন।

রবিবার (৯ জানুয়ারি) বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এসব বেঞ্চ গঠনের আদেশ দেন।

নতুন করে বেঞ্চ পুনর্গঠনের ফলে এখন থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ২৪টি একক, আর ২৬টি দ্বৈত বেঞ্চে হাইকোর্টের বিচার কাজ পরিচালিত হবে।

প্রসঙ্গত, বিধি অনুসারে মামলা পরিচালনার এখতিয়ার পরিবর্তনের মাধ্যমে বিচারকদের বিচারিক ক্ষমতা প্রদান ও বেঞ্চ গঠন করা হয়।

মামলার জট নিরসনসহ বিভিন্ন কারণে প্রধান বিচারপতি অন্য বিচারপতিদের মাঝে এরূপ এখতিয়ার পরিবর্তন বা বেঞ্চ পুনর্গঠনের নির্দেশ দিয়ে থাকেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫