জন্মনিবন্ধন সনদ পেতে হয়রানি বন্ধে আইনি নোটিশ

জন্মনিবন্ধন সনদ পেতে নাগরিকদের হয়রানি বন্ধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে নোটিশে কয়েক কোটি মানুষের জন্মনিবন্ধন তথ্য সার্ভারেই নেই-এমন অভিযোগ অনুসন্ধান বা তদন্তের জন্য আগামী পাঁচ দিনের মধ্যে পদক্ষেপ নিতে বলা হয়েছে।

আজ সোমবার (৪ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ এ নোটিশ পাঠান।

এলজিআরডি সচিব, স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধন, রেজিস্ট্রার জেনারেলসহ চার জনকে এ নোটিশ পাঠানো হয়েছে।

তানভীর আহমেদ বলেন, ‘নোটিশ অনুসারে পদক্ষেপ না নিলে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।’

‘জন্মনিবন্ধন সনদ নিয়ে চরম ভোগান্তিতে নাগরিকরা’ এবং ‘জন্মসনদ: বাংলাদেশে কয়েক কোটি মানুষের জন্মনিবন্ধন তথ্য সার্ভারেই নেই’ শিরোনামে বেশ কয়েকটি পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হয়। ওই প্রতিবেদন দেখে নোটিশ পাঠিয়েছেন এই আইনজীবী।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //