চেক প্রতারণার অভিযোগের মামলায় অনলাইন ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান আলিশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আজ বুধবার (২৫ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মুস্তাফা রেজা নূর এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ২৭ মার্চ এ সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত। বাদীপক্ষের আইনজীবী মিয়া হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, তোফাজ্জল হোসেন নামক একজন গ্রাহক আলিশা মার্ট অনলাইন থেকে একটি মোটরসাইকেল ক্রয় করেন। কিন্তু তা যথাসময়ে বাদীকে প্রদান না করায় এক লাখ ৬৩ হাজার টাকার একটি চেক দেয় প্রতিষ্ঠানটি।
বিবাদীর ব্যাংকের নির্দিষ্ট তারিখে পর্যাপ্ত টাকা না থাকায় পরে বাদী বিবাদীকে লিগ্যাল নোটিশের মাধ্যমে মোটরসাইকেল প্রধান অথবা চেকের টাকা দিতে অনুরোধ করেন। বিবাদী তারপরও বাদীকে টাকা না দেওয়ায় গত বছরের ২২ আগস্ট আদালতে মামলা দায়ের করেন।
আদালত বিবাদীর বিরুদ্ধে সমন জারি করে বুধবার (২৫ জানুয়ারি) দিন ধার্য করেন। ধার্য তারিখে বিবাদী আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh