সরকার নির্ধারিত মূল্যেই বিদ্যুৎ বিক্রি করতে হবে সামিটকে

আদালত প্রতিবেদক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৩, ১২:১৯

হাইকোর্ট। ফাইল ছবি
সামিট গ্রুপকে সরকারের নির্ধারিত মূল্যেই বিদ্যুৎ বিক্রি করতে হবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন।
একইসঙ্গে সরকারের কাছে সামিটের পাওনা বাবদ দাবি করা ৭৫০ কোটি টাকা দেয়ার হাইকোর্টের রায় বাতিল করে দেন আপিল বিভাগ।
সরকারের সঙ্গে চুক্তি বাবদ যে টাকায় সামিট গ্রুপ গ্যাস কিনেছে তার চেয়ে বেশি দামে বিদ্যুৎ বিক্রি করতে চাওয়ায় এ মামলা হয়। সেই সঙ্গে ২০১৫ সালে তারা হাইকোর্টে রিট করে জিতেও যায়। যার প্রেক্ষিতে পরবর্তীতে আপিল করে বিদ্যুৎ বিভাগ। তবে এতে সরকারের সঙ্গে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ চুক্তিতে প্রভাব পড়বে না।