Logo
×

Follow Us

বাংলাদেশ

বিনা অপরাধে ১৭ দিন জেল খাটার পর মুক্তি পেলেন আশরাফুল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৪, ১৫:১৯

বিনা অপরাধে ১৭ দিন জেল খাটার পর মুক্তি পেলেন আশরাফুল

আশরাফুল আলম। ছবি: সংগৃহীত

বিনা দোষে ১৭ দিন জেল খাটার পর মুক্তি পেলেন নড়াইলের আশরাফুল। বৃহস্পতিবার ১৮ এপ্রিল ঢাকা মহানগর দায়রা জজ আদালত আশরাফুলের জামিন মঞ্জুর করেন। জামিন আদেশ কেরানীগঞ্জের কারাগারে পৌছানোর পর মুক্তির প্রক্রিয়া শেষ করে কারা কর্তৃপক্ষ। 

জানা যায়, আশরাফুল আলম নড়াইলের লোহাগাড়ায় ছোট্ট একটি ইলেক্ট্রিকের দোকানের মালিক। প্রায় ৩ বছর ধরে এ ব্যবসা করে সে। হঠাৎ গত ২ এপ্রিল তাকে থানায় ডেকে নেয় লোহাগাড়া থানা পুলিশ। তবে কী কারণে সেটি তাৎক্ষনিকভাবে কিছুই বলেনি পুলিশ। পরদিন আশরাফুল জানতে পারেন, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের এক মামলায় তার বিরুদ্ধে সাজার রায় হয়েছে। এরপর তাকে গ্রেপ্তার দেখিয়ে পাঠিয়ে দেয়া হয় নড়াইল আদালতে। সেখান থেকে ৬ এপ্রিল তাকে কেরানীগঞ্জ কারাগারে পাঠানো হয়।

তবে আশরাফুলে ভাগ্যে আসেন নড়াইলের এক আইনজীবী শেখ শামীম আহমেদ। মামলা দেখেই তিনি বুঝতে পারেন এটি ভুয়া ওয়ারেন্ট। এই ওয়ারেন্টের কপি মূল নথির সঙ্গে মিলিয়ে দেখেন এই নামে কোনো এজাহারে আসামিই নেই। আরও মজার তথ্য হলো ওই হত্যা মামলাটি ঢাকার একটি হত্যা মামলা যার এখনও বিচার শেষ হয়নি। 

বিষয়টি ঢাকা মহানগর দায়রা জজ আদালতের নজরে আনা হলে, আদালত নড়াইলের নথি তলব করেন। মিলিয়ে দেখেন কোনো কিছুরই মিল নেই। পরে গত ১৮ এপ্রিল আশরাফুলের জামিন মঞ্জুর করেন। এ সময় আদালত বিষয়টি গুরুত্বের সঙ্গে আইনগত ব্যবস্থা নিতে আইনজীবীকে পরামর্শ দেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫