পদত্যাগ করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৪ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন প্যানেল থেকে চারজন প্রসিকিউটর পদত্যাগ করেছেন।

আজ সোমবার (১২ আগস্ট) প্রসিকিউশনের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা এ কথা জানান।

পদত্যাগকারী চার প্রসিকিউটর হলেন শাহিদুর রহমান, আবুল কালাম আজাদ, রেজিয়া সুলতানা চমন ও আলতাফ উদ্দিন আহম্মেদ।

মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০১০ সালের ২৫ মার্চ। পরে ২০১২ সালের ২২ মার্চ ট্রাইব্যুনাল-২ নামে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর দুটিকে এক করে একটি ট্রাইব্যুনাল করা হয়। এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ নামে একটি ট্রাইব্যুনালে বিচার কাজ চলছে।

শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্রজনতার দাবির মুখে সরকারের বিভিন্ন দপ্তর থেকে কর্মকর্তাদের পদত্যাগ করানো হচ্ছে।

প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পাঁচ বিচারপতি ছাড়াও অ্যাটর্নি জেনারেল এবং তার কার্যালয়ের ৬৭ জন ইতোমধ্যে ইস্তফা দিয়েছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //