সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে বহনকারী প্রিজনভ্যানে ডিম ও জুতা নিক্ষেপ করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা।
আজ বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ২৪ মিনিটের দিকে পুলিশের প্রিজনভ্যানে করে বিশেষ নিরাপত্তায় আদালতে হাজির করা হয়।
এসময়, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং কোট প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা আদালতে উপস্থিত ছিলেন।
অপরদিকে আদালতে বিএনপিপন্থি আইনজীবীরা বিক্ষোভ করেছেন ও তাদের হাতে ডিম দেখা গেছে।
নাম প্রকাশে এক আইনজীবী বলেন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক মানুষকে মানুষ মনে করেন নাই। তিনি আদালতকে বিভিন্নভাবে প্রভাবিত করেছেন, তাই তাকে অবাঞ্ছিত ঘোষণা করে ডিম মারা হবে।
নিউমার্কেটের দোকান কর্মচারী মৃত্যুর ঘটনায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে।
এই মামলায় দুজনকে ১০ দিন করে পুলিশ রিমান্ড চাইলে আদালত তা মঞ্জুর করেন।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতা-মন্ত্রীরা গা ঢাকা দেন। এছাড়া, ঢাকার শাহজালাল বিমানবন্দরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও ডাক ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আটকে দেওয়া হয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ডিম নিক্ষেপ প্রিজনভ্যান
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh