নিষেধাজ্ঞা কাটলো তারেক রহমানের বক্তব্য প্রচারের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ১৭:৩৩

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি
গণমাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য-বিবৃতি প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞার বিষয়ে দেয়া রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এতে গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারে আর কোনো বাধা থাকলো না।
আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) বিচারপতি মো. খসরুজ্জামান ও খায়রুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্টের বিশেষ বেঞ্চ এ বিষয়ে করা রুল খারিজ করে রায় দেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানান, ২০১৫ সালের ৭ জানুয়ারি এক রিট আবেদনের প্রেক্ষিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। আজ এ বিষয়ে করা রুল খারিজ করে রায় দেন আদালত। আমার মনে হয় আমরা ন্যায়বিচার পেয়েছি।
২০১৫ সালের জানুয়ারিতে এক রিট আবেদনের প্রেক্ষিতে তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেয়ার পাশাপাশি রুল জারি করা হয়। ওই রুলে তারেক রহমানের বক্তব্য প্রকাশ ও প্রচার নিষিদ্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন বিবাদীদের নির্দেশ দেয়া হবে না, তা জানতে চান আদালত।
পরবর্তীতে ওই রুল শুনানির জন্য হাইকোর্টে আবেদন করা হলে তারেক রহমানের ঠিকানা ভুল থাকায় নোটিশ সঠিকভাবে জারি হয়নি। এ কারণে ঠিকানা সংশোধন করে আবারও আবেদন দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। একপর্যায়ে সেই নির্দেশনা অনুযায়ী তারেক রহমানের ঠিকানা সংশোধন করে নোটিশ জারির নির্দেশ দেন আদালত। এরপরই নোটিশ জারি করা হয়।