হারিছ চৌধুরীর মরদেহ কবর থেকে তুলে ডিএনএ টেস্ট করার নির্দেশ

বিএনপি নেতা হারিছ চৌধুরীর মরদেহ কবর থেকে তুলে পরিচয় নিশ্চিত করার জন্য ডিএনএ টেস্ট করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজীব সাংবাদিকদের জানিয়েছেন, হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিম চৌধুরীর রিটের প্রেক্ষিতে হাইকোর্ট এ আদেশ দিয়েছে।

২০০৭ সালে জরুরি অবস্থা ঘোষণার পর সিলেটের কানাইঘাটে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। যৌথবাহিনীর অভিযান চলাকালে ওই বছরের ২৯শে জানুয়ারি সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে চলে যান বলে জানা যায়। তবে এরপর থেকে হারিছ চৌধুরীর অবস্থান নিশ্চিত ছিল না।

২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার অন্যতম আসামি হারিছ চৌধুরীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল বিচারিক আদালত। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছরের কারাদণ্ড দেয়া হয়েছে তাকে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //