নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২২ পিএম
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০২ এএম
ঢাকার সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় গ্রেপ্তার ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) আবদুল্লাহ হিল কাফীর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের ম্যাজিস্ট্রেট মো. জুলহাস উদ্দিন এ আদেশ দেন।
এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ের পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, রাজধানীর হাজারীবাগ থানায় দায়ের করা শিশু আলিফ অপহরণ মামলায় আটদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ কর্মকর্তা আবদুল্লাহিল কাফীকে আদালতে হাজির করে পুলিশ। পরে তাকে সাভার থানায় দায়ের করা এমআইএসটি শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে ওই হত্যা মামলায় সাতদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ।
আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন বাতিল চেয়ে আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত পুলিশ কর্মকর্তা আবদুল্লাহিল কাফীর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
৩ সেপ্টেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিবি পুলিশ আবদুল্লাহিল কাফীকে গ্রেপ্তার করে। পরদিন তাকে হাজারীবাগ থানায় দায়ের করা শিশু আলিফ অপহরণ মামলায় তার আটদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই দিনই তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিন। পুলিশের সাঁজোয়া যানের ওপর থেকে তাকে ফেলে দেওয়ার দৃশ্য নেট দুনিয়ায় ভাইরাল হলে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।
এছাড়া সম্প্রতি আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনার সঙ্গে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফীর সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে পুলিশ। একটি ভিডিওতে দেখা গেছে, মাথায় পুলিশের হেলমেট ও সাদাপোশাকের ওপর পুলিশের ভেস্ট পরা এক ব্যক্তি আরেকজনের সহায়তায় চ্যাংদোলা করে নিথর এক যুবকের দুই হাত ধরে ভ্যানের ওপর তুলছেন। ভ্যানের ওপর আরো কয়েকটি নিথর দেহ স্তূপ করে রাখা। দেহগুলো থেকে ঝরে পড়া রক্তে ভিজে গেছে সড়কের কিছু অংশ।
বিছানার চাদরের মতো একটি চাদর দিয়ে তাদের ঢেকে রাখা হয়েছে। পাশেই পুলিশের হেলমেট, ভেস্ট পরা আরো কয়েকজনকে দেখা যায়। ১ মিনিট ১৪ সেকেন্ডের ভিডিওটি সাভারের আশুলিয়া থানাসংলগ্ন এলাকার বলে দাবি করেছেন অনেকে। এএফপির ফ্যাক্ট চেকিং এডিটর কদরুদ্দীন শিশির তার ফেসবুক টাইমলাইনে ঘটনাটি ৫ আগস্ট আশুলিয়া থানার নিকটবর্তী এলাকায় বলে উল্লেখ করেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh