ফেসবুকে ড. ইউনূসকে কটূক্তি করায় মামলা

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি করার অভিযোগে পটুয়াখালীতে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করা হয়।

জানা গেছে, উপজেলার পূর্বমধুখালী গ্রামের বাসিন্দা হাসান মাহমুদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। হাসান নিজেকে অবসরপ্রাপ্ত সেনা সদস্য পরিচয় দেন।  এই মামলার একমাত্র আসামি একই গ্রামের রেল কর্মচারী মাসুম বিল্লাহ।

শুনানি শেষে বিচারক আশীষ রায় মামলাটি কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এজাহার আকারে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন। আদালতের বেঞ্চ সহকারী মো. কাইউম ও বাদীর আইনজীবী অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু মামলার তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২ মে আদালত প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের ড. ইউনূসের আলাপের একটি ভিডিও আসামি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন এবং আপত্তিকর মন্তব্য জুড়ে দেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, বাদী জানতে পেরেছেন যে, আসামি বিভিন্ন জায়গায় ড. ইউনূসকে নিয়ে মানহানিকর উক্তি করেছেন এবং বলেছেন, ড. ইউনূসকে একা পেলে গুলি করে হত্যা করবেন। তেমন সাক্ষীর নাম উল্লেখ করা হয়েছে এজাহারে।

যোগাযোগ করা হলে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আহম্মেদ বলেন, 'আদালতের নির্দেশনা পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh