নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০৯:২২ পিএম
আপডেট: ০৭ অক্টোবর ২০২৪, ১০:৪৬ পিএম
আদালত কক্ষ থেকে হাজতখানায় নেওয়ার পথে সাবেক পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর ওপর হামলার ঘটনা ঘটেছে।
আজ সোমবার (৭ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ও ভেতরে বিএনপিকর্মী মকবুল হত্যা মামলার রিমান্ড শুনানিকালে ও শেষে এ ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, আদালতে বিএনপিকর্মী মকবুল হত্যা মামলার শুনানি চলছে। হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এ সময় বিএনপির আইনজীবীদের দিক থেকে আসামির কাস্টডিতে কয়েকটি ডিম নিক্ষেপ করা হয়। এরপর বিচার শেষে পুলিশ ব্যারিকেডের মাধ্যমে সাবের হোসেনকে হাজতখানার দিকে নেওয়া হয়। এ সময় আদালতের গেট থেকে হাজতখানায় যাওয়ার রাস্তায় পৌঁছামাত্র আগে থেকে অবস্থান নেওয়া একদল মানুষ তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করতে থাকেন। আদালতের দোতলা এবং বারান্দা থেকেও ডিম নিক্ষেপ করা হয়। কেউ কেউ সাবের হোসেনকে কিল, ঘুষি এবং কিক দেওয়ারও চেষ্টা করে।
এসব হামলার সময় সাবের হোসেনের শরীরে আঘাত করা হয়। এরপর পুলিশের তৎপরতায় দ্রুত হাজতখানায় নিয়ে যাওয়া হয় তাকে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh