বৃহস্পতিবার থেকে শুরু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকাজ

বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ শুরু হবে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে ট্রাইব্যুনালের চেয়ারম্যানসহ ৩ বিচারকের যোগদানের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, বিচারের ক্ষেত্রে জুলাই-আগস্ট গণহত্যার বিচার প্রাধান্য পাবে। আগামীকাল বিচারকরা ট্রাইব্যুনালে বসবেন। তাদের সংবর্ধনা দেয়া হবে বলেও জানান তিনি।

চিফ প্রসিকিউটর জানান, চেয়ারম্যান হিসেবে ট্রাইব্যুনালে রয়েছেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার। পাশাপাশি সদস্য হিসেবে আছেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইবুনালে পৌঁছে যোগদানপত্রে স্বাক্ষরও করেন তারা।

তিনি জানান, এখন পর্যন্ত ট্রাইবুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক ক্ষমতাসীন সরকারের বিভিন্ন মন্ত্রী-কর্মকর্তাদের আসামি করে অন্তত ৬০টি অভিযোগ দায়ের হয়েছে বলেও জানান তিনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh