লোকমান হাওলাদার
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ০২:৩৭ পিএম
আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫, ০১:৩০ পিএম
করিম সাহেবের একমাত্র মেয়ে। মেয়েটি প্রাপ্তবয়স্ক হলেও তার বিয়ে হয়নি। করিম সাহেব উত্তরাধিকার সূত্রে অঢেল সম্পত্তির মালিক। তার এক ভাই এবং ভাইয়ের ছেলে আছে। কিন্তু তাদের সঙ্গে তার বনিবনা হয় না। তিনি জেনেছেন উত্তরাধিকার আইন অনুযায়ী ছেলে না থাকলে বাবার মৃত্যুর পর মেয়ে সম্পত্তির অর্ধেক পেয়ে থাকে। বাকি সম্পত্তি তার ভাই বা ভাইয়ের ছেলেরা পায়। করিম সাহেব চান না, তার মৃত্যুর পর তার ভাই বা ভাইয়ের ছেলেরা এই সম্পত্তির দাবিদার হোক। তার ইচ্ছা, একমাত্র মেয়েই তার সব সম্পত্তির মালিক হবেন। করিম সাহেবের মতো যাদের শুধু কন্যাসন্তান আছে, এ রকম অনেক বাবাই চিন্তায় থাকেন তাদের অবর্তমানে সম্পত্তি কীভাবে তার কন্যারা পাবে। ওয়ারিশদের মধ্যে সম্পত্তি বণ্টন নিয়ে এমন নানা সমস্যা দেখা দেয়।
যদি কোনো ব্যক্তির ছেলেসন্তান না থাকে, শুধু মেয়ে থাকে, তাহলে সম্পদের ভাগ-বাটোয়ারার জটিলতা আরো বৃদ্ধি পায়। মুসলিম আইনে কোরআন, সুন্নাহ ও ইজমার ওপর ভিত্তি করে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি তার উত্তরাধিকারীদের মধ্যে বণ্টন করা হয়। আমাদের দেশে সম্পদের বণ্টন মুসলিম পারিবারিক আইন অনুযায়ী হয়ে থাকে। মুসলিম পারিবারিক আইন অনুযায়ী, মৃত ব্যক্তির ছেলেসন্তান না থাকলে মেয়েই যদি তার একমাত্র সন্তান হয়, তাহলে সেই মেয়ে মোট সম্পত্তির অর্ধেক পাবে। যদি একাধিক মেয়ে থাকে এবং ছেলে না থাকে, মেয়েরা মোট সম্পত্তির দুই-তৃতীয়াংশ পাবে এবং এ অংশ সব মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ হবে। বাকি সম্পত্তি অন্যরা পাবে। বাবার মৃত্যুর সময় যদি তার স্ত্রী অর্থাৎ মেয়ের মা বেঁচে না থাকেন, তাহলে তাদের পুরো সম্পত্তির অর্ধেক তার মেয়ে পাবে। তার মেয়ে অর্ধেক পাওয়ার পর বাকি সম্পত্তি অন্য ওয়ারিশরা পাবে।
যদি স্ত্রী বেঁচে থাকেন, তাহলে তার স্ত্রী সম্পত্তির এক-অষ্টমাংশ পাবেন এবং মেয়ে সম্পত্তির অর্ধেক পাবে এবং বাকি সম্পত্তি অন্যরা পাবে। যদি স্ত্রী বেঁচে থাকেন এবং একাধিক মেয়ে থাকে এবং কোনো ছেলে না থাকে, তাহলে মেয়েরা সম্পত্তির
দুই-তৃতীয়াংশ পায়। মৃত ব্যক্তির এক বা একাধিক মেয়ে থাকলে এবং তার ভাই, বোন জীবিত না থাকলে, ভাই বা বোনের ছেলেরা ক্রমান্বয়ে সম্পত্তির ভাগ পায়। আপন ভাই বা বোন না থাকলে সৎভাই, সৎবোন কিংবা তারা না থাকলে সৎভাইয়ের পুত্র থাকলেও অবশিষ্টভোগী হিসেবে তারাও সম্পত্তির ভাগ পাবে।
মৃত ব্যক্তির বাবা কিংবা মা জীবিত থাকলে কন্যাসন্তানের পাশাপাশি বাবা, মা এক-তৃতীয়াংশ পায়। মৃত ব্যক্তির অন্য কোনো ধরনের ওয়ারিশ না থাকলে তখনই কেবল কন্যা বা কন্যারা পুরো সম্পত্তি পাবে।
করিম সাহেব চাইলে মেয়েকে জীবিত অবস্থায় সম্পত্তি হেবা বা দান করে যেতে পারেন। তবে এ দান করতে হবে যথাযথ উপায়ে এবং দানের সব আইন মেনে। যেমন- দানটি অবশ্যই ঘোষিত হতে হবে। দ্বিতীয়ত, দানকৃত সম্পত্তি মেয়ের দখলে দিয়ে দিতে হবে বা হস্তান্তর করে দিতে হবে এবং দানের লিখিত দলিল অবশ্যই রেজিস্ট্রি করতে হবে। অপ্রাপ্তবয়স্ক কন্যাকেও দান করা যাবে। তবে সম্পত্তির দখল মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পরই দিয়ে দিতে হবে। তবে মেয়েকে সম্পত্তি দিয়ে দেওয়া মানে এই নয় যে মা-বাবাকে সম্পত্তি ছেড়ে চলে যেতে হবে। মা-বাবা মেয়ের সঙ্গেই অবস্থান করতে পারবেন। আর মেয়েকে বিয়ে দিয়ে দিলেও মেয়ের সম্পত্তিতে মা-বাবার বসবাস করতে আইনত কোনো বাধা নেই।
অনেককেই বলতে শোনা যায়, মেয়েকে উইল করে যাবে। মনে রাখতে হবে, মেয়েকে পুরো সম্পত্তির এক-তৃতীয়াংশের বেশি উইল করা যাবে না। এর বেশি উইল করলে অন্য উত্তরাধিকারীদের সম্মতি লাগবে। আর উইল কার্যকর হবে উইলকারীর মৃত্যুর পর। তাই করিম সাহেব যদি তার একমাত্র মেয়েকে সব সম্পত্তি দিয়ে যেতে চান তাহলে দান করে দেওয়াটাই হবে উত্তম পন্থা।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh