শেখ হাসিনাসহ ৩৪৩ এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ২২:১৯

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দ্বাদশ জাতীয় সংসদের সাবেক ৩৪৩ জন সংসদ সদস্যের (এমপি) বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেছেন একজন গার্মেন্টস কর্মী।
গত সোমবার (৬ জানুয়ারি) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহর আদালতে মামলাটি দায়ের করেন গার্মেন্টস কর্মী মো. আলাদুল ইসলাম ওরফে আলাউদ্দিন।
মামলাটিতে সাবেক বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকেও আসামি করা হয়েছে।
আজ বুধবার (৮ জানুয়ারি) বাদীপক্ষের আইনজীবী মাহবুব হাসান রানা এ তথ্য নিশ্চিত করেন।
আসামিদের মধ্যে ২৯৫ জন ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচিত সংসদ সদস্য আর ৪৯ জন ওই সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। এছাড়া মামলাটিতে আরও ১১৯ জনকে আসামি করা হয়েছে।
ওই ঘটনায় অন্য কোনো মামলা আছে কিনা তা যাচাই করে আগামী ২৭ জানুয়ারির মধ্যে পিবিআইকে অনুসন্ধান প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন আদালত।
ভুক্তভোগী আলাউদ্দিন দিনাজপুর জেলার বিরল উপজেলার রামনগরের খালপাড়া গ্রামের মো. সাহাবুল হকের ছেলে।
শেখ হাসিনান ছাড়াও মামলার আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান, সাবেক বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু, আরেক সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার ও কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ।
মামলায় অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগী আলাউদ্দিন আশুলিয়ায় একটি গার্মেন্টসে চাকুরি করতেন।
গত বছরের ৫ আগস্ট তিনি ঢাকার আশুলিয়া এলাকায় ছাত্র-জনতার পক্ষে আন্দোলনে নামেন। এদিন বেলা দুইটার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় ডান হাতে গুলিবিদ্ধ হন আলাউদ্দিন।
এরপর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে চিকিৎসা নেন তিনি।