১৪ দিনের মধ্যে সাইবার আইনের সব মামলা প্রত্যাহার

আগামী ২ সপ্তাহের মধ্যে সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা সব মামলা প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। 

তিনি বলেন, সাইবার সিকিউরিটি আইনের ‘মত প্রকাশের স্বাধীনতা’ নিয়ে দায়ের সব মামলা প্রত্যাহার করা হবে। এই ধারায় ৩৩২ টি মামলা হয়েছে। এখন পর্যন্ত প্রত্যাহার হয়েছে ১৩২টি। 

অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলের সব গায়েবি ও রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হবে। এখন পর্যন্ত ২৫ জেলায় আড়াই হাজার এমন মামলা শনাক্ত করা হয়েছে। আগামী ৭দিনের মধ্যে এসব মামলাও প্রত্যাহার করা হবে। এ ধরনের মামলাগুলো ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার করা হবে।

গত ৫ আগস্টের পরে যেসব হয়রানিমুলক মামলা হয়েছে সেগুলো সরকার করেনি জানিয়ে আসিফ নজরুল বলেন, মামলাগুলোর বস্তুনিষ্ঠতা না থাকলে পুলিশ যেন কাউকে গ্রেপ্তার না করে সরকার এ নির্দেশনা দিয়েছে। বিচারবিভাগ স্বাধীন, ভুক্তভোগীরা ন্যায় বিচার পাবে।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh