গণঅভ্যুত্থানে রিকশাচালক ইসমাইলের মৃত্যুর ঘটনায় রামপুরার ডেল্টা হেলথকেয়ার হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাদি বিন শামসসহ পাঁচজনের জামিন মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার (২২ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক শুনানি শেষে এ আদেশ দেন।
জামিনপ্রাপ্তরা হলেন- ডেল্টা হেলথকেয়ার হাসপাতালের মার্কেটিং অফিসার হাসান মিয়া, মেইনটেনেন্স বোরহান উদ্দিন, সিকিউরিটি গার্ড ইসমাইল ও নাজিম উদ্দিন।
এ দিকে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর ১টায় তাদের নিয়ে জাতীয় প্রেসক্লাবে শহিদ ইসমাইলের প্রকৃত খুনিদের গ্রেপ্তার ও আন্তর্জাতিক অপরাধ আদালতে ফ্যাসিবাদের দোসরদের অপসারণের দাবিতে জরুরি সংবাদ সম্মেলন করবে ইনকিলাব মঞ্চ।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে রামপুরার ডেল্টা হেলথ কেয়ারের প্রবেশ পথের সিঁড়িতে চিকিৎসার অভাবে রিকশাচালক ইসমাইলের মৃত্যু হয়। এ ঘটনায় করা মামলায় ১৮ জানুয়ারি তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জানান, গত ১৯ জুলাই রামপুরায় পুলিশের গুলিতে আহত হয়ে হামাগুড়ি দিয়ে ডেল্টা হেলথ কেয়ারের সিঁড়ি পর্যন্ত পৌঁছান রিকশাচালক ইসমাইল। কিন্তু হাসপাতালের ভেতর থেকে তাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসেনি। এ ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগে এক চিকিৎসকসহ পাঁচজনকে শুক্রবার রাতে গ্রেপ্তার করে হাতিরঝিল থানা পুলিশ।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে ইসমাইল আলী গুলিবিদ্ধ হন। মামলার আসামিদের অস্ত্রের মহড়ার কারণে তিনি চিকিৎসা নিতে পারেননি। স্ত্রী লাকি বেগম হুমকির কারণে মরদেহটা ময়নাতদন্ত করতে পারেননি। এ ঘটনায় লাকি বেগম বাদী হয়ে হাতিরঝিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh