ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় একটি ভবনের ছাদের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির ঘটনায় গ্রেপ্তার এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে তাকে হাজির করা হয়।
এএসআই চঞ্চল চন্দ্র সরকারের বিরুদ্ধে অভিযোগ ২০২৪ সালের ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় ঢাকার রামপুরা এলাকায় নিমার্ণাধীন ভবনের উপর উঠে আমির হোসেন নামে এক ছাত্রকে লক্ষ্য করে গুলি করেন। তবে এ ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে যান আমির।
এর আগে, গত ২৬ জানুয়ারি রাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের নেতৃত্বে ঢাকা মহানগর পুলিশের একটি দল দীঘিনালা থানা থেকে চঞ্চল চন্দ্রকে গ্রেপ্তার করে।
এছাড়া, আজ পুলিশের এডিসি এম এম মইনুল ইসলাম এবং হাইকোর্টের সামনে আন্দোলনকারীদের মুখ চেপে ধরা বরখাস্ত পরিদর্শক আরশাদ হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh