যুবদল নেতা শামীম হত্যা মামলায় ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার মো. শহিদুল্লাহকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এ আদেশ দেন।
এর আগে, এদিন সন্ধ্যায় শহিদুল্লাহকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে ডিবি পুলিশের পরিদর্শক আব্দুল্লাহেল বাকী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী। আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে আদালত আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুনানিতে ওমর ফারুক ফারুকী বলেন, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ বানচালে তিনি (শহিদুল্লাহ) কাজ করেছেন। অন্য আসামিদের সঙ্গে পরিকল্পিতভাবে তিনি সমাবেশ পণ্ড করতে সহযোগিতা করেন। এ হত্যায় তিনি মুখ্য ভূমিকা পালন করেছেন।
এ সময় আসামি শহিদুল্লাহ আদালতের অনুমতি নিয়ে বলেন, বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে অনেক ঝামেলা হয়েছে, এটা সঠিক। আমি ওইদিন গুলশান এলাকায় দায়িত্বে ছিলাম। এক অঞ্চলের ডিসি আরেক এলাকায় যান না। রমনায় বিশৃঙ্খলা হয়েছে। সেখানে আমি ছিলাম না। তদন্তের সঠিক রহস্য উদঘাটন হবে। এটার মাধ্যমেই মামলাটি নিষ্পত্তি হোক।
জানা গেছে, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন।
এ ঘটনায় ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh