জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি মঙ্গলবার

মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানির নতুন দিন ধার্য করেছেন আপিল বিভাগ। গত ২০ ফেব্রুয়ারি এই শুনানি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় ছিল। তবে তা হয়নি। 

পরে আজ রবিবার সকালে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানির জন্য নতুন তারিখ আগামী মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ধার্য করেন।

এদিন সকালে এটিএম আজহারের রিভিউ শুনানি দ্রুত করতে আপিল বিভাগে আবেদন করেন অ্যাটর্নি জেনারেল মো. আছাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। পরে আদালত নতুন দিন ধার্য করেন।

গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুরে এক জনসভায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান চলতি মাসের ২৫ তারিখের মধ্যে এটিএম আজহারুল ইসলামকে মুক্তিরা দাবি জানান। মুক্তি না দিলে ৩ কোটি জামায়াত নেতা-কর্মীকে কারাগারে নিতে অন্তর্বর্তী সরকারকে প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি।

এরআগে, এটিএম আজহারুল ইসলামের জামিন না হওয়ায় স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা দেন দলটির আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এই সংক্রান্ত একটি পোস্টও দেন তিনি। 

২০২০ সালের ১৯ জুলাই আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদনটি করেছিলেন এটিএম আজহারুল ইসলাম। 

২০১৯ সালের ২৩ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের মামলায় এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। তখনকার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। পরে এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন আজহারুল ইসলাম।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh