Logo
×

Follow Us

প্রচ্ছদ প্রতিবেদন

কনসার্ট, পতাকা আর স্মৃতিচারণায় ৫ আগস্ট

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১২:২৯

কনসার্ট, পতাকা আর স্মৃতিচারণায় ৫ আগস্ট

নিজস্ব প্রতিবেদকরাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ছিল মানুষের ঢল। মাথায় জাতীয় পতাকা, হাতে প্ল্যাকার্ড আর কণ্ঠে দেশপ্রেমের গান-সবাই এসেছিলেন একটি বিশেষ দিন স্মরণ করতে। দূর-দূরান্ত থেকে আসা মানুষের কণ্ঠে ছিল একই বার্তা, ‘আমরা আছি, আমরা মনে রেখেছি।’

৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস। এক বছর আগে এই দিনে পতন হয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মানুষ ছোট ছোট দলে মানিক মিয়া এভিনিউয়ে আসতে থাকে। দুপুরের পর সড়ক ও আশপাশের এলাকা ভরে যায় মানুষের ভিড়ে, তৈরি হয় এক বড় মিলনমেলা। মিরপুর-২ থেকে বাবার হাত ধরে আসা ছোট্ট বিল্লাহর চোখে-মুখে উচ্ছ্বাস। তার বাবা হোসাইন বলেন, ‘গত বছর ৫ তারিখ এই বাচ্চারে নিয়া বিজয় মিছিল করেছি। আজকেও আইলাম দেখাইতে।’

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসুম মুনওয়ার বলেন, ‘গত বছরের পাঁচ আগস্ট করেছিলাম বিজয় উদযাপন। আজকে বর্ষপূর্তির দিনে সেদিনের মতো লাগছে না। তবে আমরা দিনটা স্মরণে রাখতে চাই।’

সকাল ১১টা ২০ মিনিটে সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনার মাধ্যমে সূচনা হয় দিনের। এরপর মঞ্চে আসে একে একে জনপ্রিয় সংগঠন ও শিল্পীরা-কলরব, তাশফি, চিটাগাং হিপহপ হুড, সেজান, শূন্য, ইথুন বাবু ও মৌসুমী, সোলস, ওয়ারফেজসহ আরো অনেকে। বৃষ্টিতেও মানুষ থেমে থাকেনি। কেউ ছাতার নিচে, কেউ গাছের আশ্রয়ে তবুও গান, স্লোগান আর ছবি তোলার ভিড়ে জমে ওঠে পুরো আয়োজন। সাংস্কৃতিক আয়োজনেও মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। পরিবার-পরিজন নিয়ে অনেকেই এসেছেন গান শুনতে, ছবি তুলতে কিংবা এক বছর আগের স্মৃতিগুলো ভাগাভাগি করতে।

বিকেল ৫টা ২২ মিনিটে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার বক্তব্য শেষ হতেই করতালির শব্দে গমগম করে ওঠে পুরো এলাকা। যেন একসঙ্গে জেগে উঠেছিল পুরো জনতা। অনেকে পরিবার, বন্ধুবান্ধব নিয়ে এসেছেন এই উৎসবে। লালবাগ থেকে আসা শিক্ষার্থী মারজিয়া হোসেন বলে, ‘জুলাইয়ে আমাদের স্কুলের বন্ধু মারা গেছে। এক বছর পর আমরা কি পেলাম সেটা বড় বিষয় না, কিন্তু মনে রাখতেই এসেছি।’

ফরিদপুরের ভাঙ্গা থেকে আসা আলমগীর হোসেন বলেন, ‘অনেক সুন্দর কনসার্ট হচ্ছে। গাছের নিচে দাঁড়িয়ে উপভোগ করছি।’ তিনি জানান, সকাল সাড়ে ১১টায় একটি বিশেষ ট্রেনে মাত্র ১৭ জন যাত্রী নিয়ে ঢাকায় এসেছেন।

ময়মনসিংহ থেকে আসা আকলিমা বলেন, ‘আজ আমাদের বিজয়ের দিন। গত বছরের এই দিনে শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল। তাই আজকে আমরা বৃষ্টিতেও আনন্দ করছি।’

মোহাম্মদপুর থেকে বন্ধুদের সঙ্গে আসা আলম বলেন, ‘৩৬ দিনের লড়াইয়ের পর গত বছরের এই দিনে জনগণ বিজয়ী হয়েছিল। তাই আমরা এই দিনটা স্মরণ করতে এসেছি।’ 

রাতের অংশে মঞ্চ মাতায় জনপ্রিয় ব্যান্ড আর্টসেল। এই অনুষ্ঠান আয়োজন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ব্যবস্থাপনায় ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং সহযোগিতায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। ‘জুলাই ঘোষণাপত্র’ হচ্ছে ২০২৪ সালের জুলাই মাসে ঘটে যাওয়া গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক দলিল। এর মাধ্যমে সেই অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫