এটা নির্বাচন নয়, এই নোংরামিতে থাকতে চাই না: তামিম

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১৪:৩৬
-68dce80a7843d.jpg)
নির্বাচন থেকে নাম প্রত্যাহারের পর সংবাদ সম্মেলনে তামিম।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। শুধু তামিম নন, মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন আরও ১৪ জন প্রার্থী। বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর দিনে তামিমের বার্তা—এটা নির্বাচন নয়, এই নোংরামিতে থাকতে চাই না।
বুধবার সকাল ১০টার পর নিজের প্রার্থিতা থেকে নাম প্রত্যাহার করেন তামিম। এরপর শোন যায়, সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম এবং রফিকুল ইসলাম বাবুর মতো হেভিওয়েট প্রার্থীরাও বিসিবির নির্বাচন থেকে নিজেদের নাম প্রত্যাহার করছেন।
সবমিলিয়ে ১৫ জনই সরে দাঁড়িয়েছেন নির্বাচন থেকে। এতে করে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে আরেকবার।
নিজের নাম প্রত্যাহারের পর মিরপুরে দুপুর ১২টা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তামিম বলেন, ‘‘এই নির্বাচনকে ঘিরে যা হচ্ছে, তা কোনো সুন্দর প্রক্রিয়া হতে পারে না। যা ইচ্ছা এখানে করা হচ্ছে। যখন যা মনে হচ্ছে, যেমন মনে হচ্ছে তেমনই করা হচ্ছে। এটা আসলে নির্বাচন না। আর ক্রিকেটের সঙ্গে এটা কোনো দিক থেকেই মানায় না।’’
তামিম জানালেন, প্রতিবাদের স্বরূপ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তারা। তিনি বলেন, ‘‘আপনারা সরে দাঁড়ানোর নাম গুলো দেখবেন, তখন বুঝবেন সবাই হ্যাভিওয়েট প্রার্থী। প্রতিবাদের স্বরূপই আমাদের সরে দাঁড়ানো। এই নোংরামিতে আমরা থাকতে পারব না। আপনারা ফিক্সিং বন্ধের কথা বলেন, ক্রিকেটের ফিক্সিং বন্ধের আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ কইরেন।’’
তামিমের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বড় কারণ বিএনপিপন্থি ১৫ কাউন্সিলরদের ওপর কোর্টের নিষেধাজ্ঞা। স্বাভাবিকভাবে ১৫টি ভোট হারালে তামিমের অবস্থান নড়বড়ে হতো। তাছাড়া সাবেক বিসিবিপ্রধান ফারুক আহমেদের নির্বাচন ইস্যুতেও তামিমের মনে টানাপোড়ন ছিল বলে জানা যায়। একদিন আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিষয়টি নিয়ে সমঝোতা করার চেষ্টা করেছেন বলেও খবর এসেছে।
সবমিলিয়ে বিসিবির নির্বাচন নিয়ে নাটকীয়তার শেষ নেই। সব পেরিয়ে আগামী ৬ অক্টোবর সুষ্ঠুভাবে ভোট হয় কি না সেটাই দেখার অপেক্ষা।
তফসিল অনুসারে আজই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আজ বিকেল নাগাদ চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।