Logo
×

Follow Us

প্রচ্ছদ প্রতিবেদন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ থাকলে এমপি-মেয়র হওয়া যাবে না

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১৫:৪৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ থাকলে এমপি-মেয়র হওয়া যাবে না

আইন মন্ত্রণালয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) কারও বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তিনি সংসদ সদস্য (এমপি) হওয়ার বা থাকার যোগ্য থাকবেন না। এ ছাড়া তিনি স্থানীয় সরকার সংস্থাগুলোর সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত বা নিয়োগপ্রাপ্ত হতে বা থাকতে পারবেন না।

এ বিষয়ে সোমবার আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগের পর অভিযুক্ত ব্যক্তি জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হওয়া বা থাকার যোগ্যতা হারাবেন। স্থানীয় সরকার সংস্থাগুলোর সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত বা নিয়োগপ্রাপ্ত হতে বা থাকতে পারবেন না। প্রজাতন্ত্রের কোনো চাকরিতে নিয়োগ পাবেন না। এ ছাড়া অন্য কোনো সরকারি পদে থাকতে পারবেন না।

এতে আরও বলা হয়েছে, “উপধারা (১) এ যা কিছুই থাকুক না কেন, ট্রাইব্যুনাল কর্তৃক কোনো ব্যক্তি অব্যাহতি বা খালাসপ্রাপ্ত হলে, উক্ত ব্যক্তির ক্ষেত্রে এই ধারা প্রযোজ্য হবে না।”

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫