ভাতা এক শতাংশ কমালেও মানবেন না শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৭:০৬

শাহবাগ মোড় অবরোধের জন্য যাচ্ছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা।
এমপিওভুক্ত শিক্ষকদের তিন দাবির আন্দোলন এখন এক দফার দিকে যাচ্ছে। বুধবার জাতীয় শহীদ মিনারের অবস্থান কর্মসূচি থেকে নেতারা হুঁশিয়ারি দিয়েছেন— আজকের মধ্যেই প্রজ্ঞাপন জারি না হলে ‘এক দফা জাতীয়করণ আন্দোলন’ ঘোষণা করা হবে।
বেলা ১২টার দিকে শহীদ মিনারের সমাবেশে শিক্ষক নেতারা এই হুঁশিয়ারি দেওয়ার পরেই তারা শাহবাগ অবরোধের দিকে অগ্রসর হন। প্রথমে পুলিশি বাধা পেলেও পরবর্তীতে ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ করেন তারা।
শিক্ষক নেতাদের দাবি, কমপক্ষে ৫০ হাজার শিক্ষক এ অবরোধ কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী বলেন, “শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ২০ শতাংশের এক শতাংশও কম হবে না। চিকিৎসাভাতা ১ হাজার ৪৯৯ টাকা দিলে মানব না। কর্মচারীদের উৎসবভাতা ৭৫ শতাংশের কম হবে না—এই তিন দাবিতেই আমরা অটল।”
তিনি আরও জানান, বুধবারের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে তারা তিন দফা থেকে এক দফা জাতীয়করণের দাবিতে রাস্তায় নামবেন।
শিক্ষকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া দেওয়া, শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য চিকিৎসাভাতা দেড় হাজার টাকা করা, কর্মচারীদের উৎসবভাতা ৭৫ শতাংশ করা।
অধ্যক্ষ আজিজী বলেন, “সরকার যদি দ্রুত ইতিবাচক সাড়া না দেয়, তাহলে দেশের সব এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী রাস্তায় নামবেন। আমরা শ্রেণিকক্ষে ফিরতে চাই, কিন্তু সম্মান হারিয়ে নয়।”