Logo
×

Follow Us

প্রচ্ছদ প্রতিবেদন

উপদেষ্টা পরিষদে সাত প্রস্তাব অনুমোদন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১৭:৪৫

উপদেষ্টা পরিষদে সাত প্রস্তাব অনুমোদন

সরকারি ক্রয় ও অর্থনীতিসংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে মোট সাতটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ফাইল ছবি

সরকারি ক্রয় ও অর্থনীতিসংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে মোট সাতটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর মধ্যে তিনটি প্রস্তাব শিল্প মন্ত্রণালয়ের, দুটি কৃষি মন্ত্রণালয়ের, একটি খাদ্য মন্ত্রণালয়ের এবং একটি জ্বালানি ও বিদ্যুৎ বিভাগের।

রবিবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এসব প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

শিল্প ও কৃষি মন্ত্রণালয়ের মোট পাঁচটি প্রস্তাবই সার ক্রয়সংক্রান্ত। এসব প্রস্তাবের আওতায় দেশীয় চাহিদা পূরণে বিভিন্ন উৎস থেকে সার আমদানি ও সরবরাহের অনুমোদন দেওয়া হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী ৫০ হাজার মেট্রিক টন বাসমতি চাল ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে, যা সরকারি খাদ্য মজুত বৃদ্ধি ও বাজারে সরবরাহ স্থিতিশীল রাখতে সহায়তা করবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি প্রস্তাবের মাধ্যমে অপরিশোধিত জ্বালানি তেল ক্রয় অনুমোদিত হয়েছে। একই বৈঠকে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ৩৬তম সভায় একটি প্রস্তাব অনুমোদন এবং একটি প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে।

অনুমোদিত জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপরিশোধিত তেল ক্রয় প্রস্তাব। আর প্রত্যাহার করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের টিসিবির পণ্য ক্রয়সংক্রান্ত প্রস্তাব।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫