
চালকদের অসতর্কতায় প্রতিনিয়ত বহু তাজা প্রাণ সড়কে নিভে যাচ্ছে। অযোগ্য লাইসেন্সবিহীন চালকদের বেপরোয়াভাবে গাড়ি চালানো এর জন্য অনেকাংশ দায়ী। অত্যধিক যাত্রী বহনের পাশাপাশি মানছে না কোনো ট্রাফিক আইন।
এমনকি চালকরা গাড়ি চালানো অবস্থায় ফোনে কথা বলে, গান শোনে ও ধূমপান পর্যন্ত করে থাকে। এতে তারা যান চালানোতে অমনোযোগী হয়ে পড়ে। এছাড়াও বেশিরভাগ পরিবহন স্টাফ মাদকাসক্ত হওয়ায় পরিবহন নিয়ন্ত্রণে ত্রুটি ঘটছে প্রতিনিয়ত।
প্রায়ই দেখা যায়, বেশি যাত্রী পাওয়ার লোভে তারা পাল্লা দিয়ে গাড়ি চালাচ্ছে এবং যেখানে সেখানে হঠাৎ করেই গাড়ি থামিয়ে থাকেন। চালকদের দক্ষতা ও সতর্কতার অভাবে দুর্ঘটনা নিত্য দিনের সঙ্গী হয়ে উঠেছে।
আর এমন দুর্ঘটনায় মানুষের বীভৎস ছবি, স্বজনদের আহাজারি যেন দৈনন্দিন জীবনের স্বাভাবিক দৃশ্য হয়ে উঠেছে। সড়ক দুর্ঘটনা রোধ করতে দরকার দক্ষ চালক ও সর্বোচ্চ সচেতনতা। আইন মেনে শাস্তি প্রদান, জরিমানাসহ এই বিষয়ে প্রশাসনের পাশাপাশি চালকদের কাউনসেলিংয়ের দরকার আছে।
সতর্ক যান চলাচলে কমে যাবে দুর্ঘটনা। রক্ষা পাবে শত প্রাণ।
নূরজাহান মীম
শিক্ষার্থী, চট্রগ্রাম।